preloader

প্রেক্ষাপট

সনাতন বিদ্যার্থী সংসদের প্রেক্ষাপট

বাংলাদেশের প্রায় দুই কোটি সনাতন ধর্মাবলম্বীর আশা ভরসার অন্যতম ভরসাস্থল বিশ্ববিদ্যালয় ও সমমানের প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী বিদ্যার্থীগণ এবং এদেশের সচেতন নাগরিক সমাজ। আর তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সমগ্র বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কথা বিবেচনাসাপেক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সনাতনী বিদ্যার্থীদের প্রতিনিধিত্ব স্বরূপ ১৪৪৭ বঙ্গাব্দের ১৮ অগ্রহায়ণ ( ২০১০ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর ) দীপাবলির পবিত্র তিথিতে সনাতন বিদ্যার্থী সংসদ প্রতিষ্ঠা করেন। যার মূল প্রেরণা হলো - সংগচ্ছধ্বং সংবদধ্বং সংব মনাংসি জানতাম। দেবভাগং যথাপূর্বে সংজানানা উপাসতে।। সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী সমানং মনো সহচিত্তমেযাম। সমানং মন্ত্রমভি মন্ত্রয়ে বঃ সমানেন বো হবিষা জুহোমি।। সমানিব আকুতি সমানা হৃদয়ানি বঃ। সমানমন্ত বো মনো যথা বঃ সুসহাসতি।। ঋগ্বেদ সংহিতা ১০। ১৯১। ২ - ৪
"হে মানব! তোমরা একসঙ্গে চল , একসঙ্গে মিলে আলোচনা কর ,তোমাদের মন উত্তম সংস্কারযুক্ত হোক । পূর্বকালীন জ্ঞানীগণ যেরূপ কর্তব্য সম্পাদন করেছেন তোমরাও সেরূপ কর । তোমাদের সকলের মত এক হোক, মিলন ভূমি এক হোক, মন এক হোক, সকলের চিত্ত সম্মলিত হোক, তোমাদের সকলে একই মন্ত্রে সংযুক্ত হোক। তোমাদের সকলের অন্ন ও উপভোগ এক প্রকারের দেওয়া হোক । তোমাদের সকলের লক্ষ্য সমান হোক, তোমাদের হৃদয় সমান হোক, তোমাদের মন সমান হোক । এইভাবে তোমাদের বুদ্ধিশক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক । -পবিত্র বেদের সজ্ঞান সুক্তের এই মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি স্বতন্র -- ও সেবাব্রতী, ধর্মীয় ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন " সনাতনী বিদ্যার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় -- ইংরেজিতে Sanatan Vidyarthi Samsad , University Of Dhaka --- এবং সংক্ষেপে এসভিএস ,ডিইউ (SVS , DU) । সংগঠনের অন্যতম মূল লক্ষ্য হলো -বাংলাদেশে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ধর্মের নামে প্রচলিত সামাজিক কুসস্কার ও অনাচার দূরীভূত করে আধুনিক ঐতিহ্যবাহী সমাজ বিনির্মাণে এবং মানবাধিকার রক্ষা এবং জাগতিক ও পারমার্থিক কল্যাণের জন্য কাজ করা। দীপাবলি যেমন অন্ধকার বিদূরিত করে ,সনাতন বিদ্যার্থী সংসদ ও তেমনি সনাতনী (হিন্দু) জাতিকে সর্বপ্রকার মলিনতা ,পঙ্কিলতা বিদূরিত করে এক আলোকময় সত্য ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ,মেডিক্যাল কলেজ, বিশবিদ্যালয়-কলেজ সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের প্রত্যন্ত গ্রামের এই আলো ছড়িয়ে পরবে।

Facebook link