preloader

কর্মসূত্র

সনাতন বিদ্যার্থী সংসদের কর্মসূত্র

  • মানবতার সর্বজনীন কল্যাণের লক্ষ্যে ' বেদ ও বেদান্ত দর্শন ' (উপনিষদ ,গীতা ----) - এর অনুশীলন ও প্রচার।
  • সাপ্তাহিক ধর্মচক্রে নিয়মিত অংশগ্রহণ ও পরিচালনা।
  • সনাতন ধর্মের প্রকৃত শাস্ত্রীয় ---- তুলে ধরা এবং সামাজিক বর্ণবাদ , ব্যক্তিকেন্দ্রিক গুনবাদ , অস্পৃশ্যতা , যৌতুক প্রথা দূরীকরণে উৎসাহ প্রদান।
  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার , আলোচনা সভা , শিক্ষাভ্রমণ ইত্যাদি আয়োজন।
  • অসহায় ,নিপীড়িত , দুর্গত এবং লাঞ্চিত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহায়তা দান।
  • হিন্দু সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পত্রিকা ও বিভিন্ন গ্রন্থাদির প্রকাশ ও প্রচার।
  • জ্ঞান , সংস্কার এবং ঐক্য'' এই তিনটি ভিত্তিকে হিন্দু সমাজের মাঝে বাস্তবিক রূপায়ণের জন্যে সদা নিয়োজিত থাক।